আহত ৬২ জনের বেশি; ৭ জনের অবস্থা গুরুতর
পাকিস্তানের কোয়েটা রেল স্টেশনে বোমা হামলা: নিহত অন্তত ২৬
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা রেল স্টেশনে সন্ত্রাসীদের বোমা হামলায় অন্তত২৬জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বোমা হামলায় আহত হয়েছে ৬২ জনের বেশি। বেলুচিস্তানের সিটি মেয়র হতাহতের খবর নিশ্চিত করেছেন।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে প্রদেশটিতে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। আজকের হামলা সম্পর্কে পাক পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুহাম্মদ বালুচ বলেন, ধারণা করা হচ্ছে ৬ থেকে ৮ কেজি ওজনের বোমা দিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
তিনি আরো বলেন, ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনাস্থলে শতাধিক লোক উপস্থিত ছিলেন। হতাহতের মধ্যে সামরিক-বেসামরিক সব পর্যায়ের লোকজনই রয়েছে। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ বিস্ফোরণের দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি সামাজিক মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, প্রশিক্ষণ শেষে কোয়েটা থেকে ফেরার পথে পাকিস্তানের একটি সামরিক ইউনিটকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সর্দার বালুচ এই ঘটনাকে শোচনীয় হিসেবে উল্লেখ করেছেন। অপরাধীদের ‘পশুর চেয়েও নিকৃষ্ট’ বলে অভিহিত করেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, দোষীদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখবে কর্তৃপক্ষ এবং 'তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে’। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, হামলাকারীরা ‘মানবতার শত্রু’।#
পার্সটুডে/এসআইবি/৯