ড. মুহাম্মদ ইউনুসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের
https://parstoday.ir/bn/news/event-i143594-ড._মুহাম্মদ_ইউনুসসহ_৬২_জনের_বিরুদ্ধে_আন্তর্জাতিক_আদালতে_অভিযোগ_দায়ের
নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে রোম সংবিধি'র ১৫ অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ০৯, ২০২৪ ১৭:৩০ Asia/Dhaka
  • ব্যারিস্টার নিঝুম মজুমদার, আনোয়ারুজ্জামান চৌধুরী ও ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু
    ব্যারিস্টার নিঝুম মজুমদার, আনোয়ারুজ্জামান চৌধুরী ও ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু

নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারী আদালতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসের বিরুদ্ধে রোম সংবিধি'র ১৫ অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি দায়ের করেন সিলেটের সদ্য সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। এই অভিযোগে মূল অভিযোগপত্রের সাথে প্রায় ৮০০ পৃষ্ঠার নথিপত্র যুক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুসসহ মোট ৬২ জনের বিরুদ্ধে উপরে উল্লেখিত দু'টি অভিযোগ দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন, ড. আসিফ নজরুল, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) শাখাওয়াত হোসেন, সৈয়দা রেজওয়ানা, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদসহ ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান, হাসিব আল ইসলাম, আবু বকর মজুমদার প্রমুখ।

অভিযোগে বলা হয়েছে, "কোটাবিরোধী আন্দোলনের নাম করে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশে বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশের পুলিশ বাহিনীর ওপর নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মত আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করে। এ সময় হাজার হাজার মানুষকে হত্যা, ধর্ষণ, দেশত্যাগে বাধ্য এবং লক্ষ লক্ষ ঘরবাড়ি, সম্পদ ইত্যাদি বিনষ্ট করা হয়েছে।"

আন্তর্জাতিক অপরাধ আদালতে দাখিলকৃত এই অভিযোগের মধ্যে দিয়ে সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম ব্যক্তি হিসেবে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ দায়ের করলেন।

লন্ডনের ফরেস্ট গেইটের কালাম হাউজের ল ভ্যালি সলিসিটর ফার্মে সন্ধ্যা ৭ টায় আনোয়ারুজ্জামান চৌধুরী ও তার আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু ও এস শাকির উদ্দিন সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, "আমি নিজে ভিকটিম ও একজন মেয়র। আমাকে জোর করে মেয়র পদ থেকে সরানো হয়েছে। আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এ কারণে আমি আন্তর্জাতিক আদালতে মামলা করেছি।"

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নিঝুম মজুমদার ও ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু জানান, আরো ১৫ হাজার অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করবার জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তিরা একে একে অভিযোগ দায়ের করবেন।#

পার্সটুডে/এমএআর/৯