অন্তর্বর্তী সরকারে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/event-i143636
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন। তারা হলেন-মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ১০, ২০২৪ ১৯:৪১ Asia/Dhaka
  • অন্তর্বর্তী সরকারে শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন। তারা হলেন-মাহফুজ আলম, মোস্তফা সরয়ার ফারুকী ও শেখ বশির উদ্দিন।

আজ (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে তারা শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় শপথগ্রহণ অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত বাজানো হয়। পরে মুক্তিযুদ্ধে শহীদ এবং এ বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। 

নতুন তিন উপদেষ্টা শপথগ্রহণ করলেও, তাদের মন্ত্রণালয় বণ্টন এখনো হয়নি।#

পার্সটুডে/জিএআর/১০