ফিলিস্তিন সংকটের একমাত্র টেকসই সমাধান গণভোট: ইরানের ভাইস প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/event-i143674-ফিলিস্তিন_সংকটের_একমাত্র_টেকসই_সমাধান_গণভোট_ইরানের_ভাইস_প্রেসিডেন্ট
ফিলিস্তিনি জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য গণভোটের আয়োজন করাকে ফিলিস্তিন সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০২৪ ০৯:৫৩ Asia/Dhaka
  • ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ
    ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ

ফিলিস্তিনি জনগণের ভাগ্য নির্ধারণ করার জন্য গণভোটের আয়োজন করাকে ফিলিস্তিন সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ।

তিনি গতকাল (সোমবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি এবং আরব লীগের জরুরি শীর্ষ সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান। গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ ইসরাইলি আগ্রাসন বন্ধ করার উপায় নিয়ে আলোচনা করতে ইরানের প্রস্তাবে এ জরুরি সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরেফ বলেন, মুসলমান-খ্রিস্টান-ইহুদি নির্বিশেষ ফিলিস্তিনের মূল অধিবাসীদের মধ্যে ইরান একটি গণভোট আয়োজনের প্রস্তাব করছে যার মূলমন্ত্র হবে ‘প্রতি ফিলিস্তিনি, একটি ভোট।’ তিনি বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব হলে ফিলিস্তিনি জনগোষ্ঠী তাদের ভাগ্য নির্ধারণ করার অধিকার ফিরে পাবে।

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন, গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে অমুসলিমদের যে ষড়যন্ত্র চলছে তা নস্যাৎ করার একমাত্র উপায় মুসলমানদের মধ্যে বিভেদ ও মতবিরোধ এড়িয়ে যাওয়া। ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যাপারে মুসলিম ও আরব দেশগুলোর গুরুদায়িত্ব রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন আরেফ।

তিনি বলেন, ইসরাইলের প্রতি আমেরিকাসহ সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশের অকুণ্ঠ সমর্থনের কারণে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযানের বিরুদ্ধে জাতিসংঘ কোনো ব্যবস্থা নিতে পারছে না। এ অবস্থায় মুসলিম ও আরব দেশগুলোর দায়িত্ব কয়েকগুণ বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।