রাশিয়া-ইরান আর্থিক লেনদেনে ডলার ও সুইফট সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে: গভর্নর
https://parstoday.ir/bn/news/event-i143678-রাশিয়া_ইরান_আর্থিক_লেনদেনে_ডলার_ও_সুইফট_সম্পূর্ণ_বাদ_দেয়া_হয়েছে_গভর্নর
রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে মার্কিন ডলারকে সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন। ইরান ও রাশিয়া উভয় দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১২, ২০২৪ ০৯:৫৯ Asia/Dhaka
  • রাশিয়া-ইরান আর্থিক লেনদেনে ডলার ও সুইফট সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে: গভর্নর

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন থেকে মার্কিন ডলারকে সম্পূর্ণ বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন। ইরান ও রাশিয়া উভয় দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ফারজিন বলেন, আমেরিকার নিয়ন্ত্রিত ডলারভিত্তিক লেনদেন ব্যবস্থা সুইফটকে পাশ কাটিয়ে কীভাবে নিজেদের মধ্যে অর্থ আদানপ্রদান করা যায় তার কৌশল বের করেছে মস্কো ও তেহরান।

রাশিয়ার একট অনলাইন পেমেন্ট সিস্টেমের সঙ্গে ইরানের একই রকম একটি ব্যবস্থার সংযোগ ঘটানোর উদ্বোধনি অনুষ্ঠান শেষে এসব কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। দু’দেশের পেমেন্ট সিস্টেমের সংযোগ ঘটে যাওয়ায় এখন থেকে ইরানের ব্যাংক একাউন্টের কার্ডধারীরা তাদের কার্ড ব্যবহার করে রাশিয়ার এটিএম বুথগুলো থেকে টাকা তুলতে পারবেন।

এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে রাশিয়ার নাগরিকদের জন্য ইরানের এটিএম বুথগুলো থেকে টাকা তোলার পথ উন্মুক্ত হবে।

ইরানের নিজস্ব ব্যাংকিং ব্যবস্থায় বিভিন্ন ব্যাংকের মধ্যে আন্তঃসংযোগ ঘটানোর জন্য ‘শেতাব’ নামক একটি ব্যবস্থা চালু রয়েছে। মোহাম্মাদ রেজা ফারজিন বলেন, রাশিয়ার পর এখন অন্যান্য দেশের সঙ্গেও এই ব্যবস্থার সংযোগ ঘটানোর চেষ্টা চলছে। তবে যেসব দেশের সঙ্গে এ সংক্রান্ত আলোচনা চলছে তিনি সেসব দেশের নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন। #

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।