আগ্রাসন চালাতে গিয়ে আরো এক সেনা অফিসার নিহত, ড্রোন হামলায় আহত ২
(last modified Fri, 15 Nov 2024 08:28:02 GMT )
নভেম্বর ১৫, ২০২৪ ১৪:২৮ Asia/Dhaka
  • আগ্রাসন চালাতে গিয়ে আরো এক সেনা অফিসার নিহত, ড্রোন হামলায় আহত ২

লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। এই ঘটনায় অন্য এক কর্মকর্তা মারাত্মকভাবে আহত হয়।

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার) এই হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া, হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় উত্তর ইসরাইলে আরো দুই সেনা আহত হয়েছে। তাদেরকে হাইফার রামবাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলের গণমাধ্যম বলছে, যখন দুই পক্ষ সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে সামনে এগুনোর চেষ্টা করছে তখন লেবানন সীমান্তে সংঘাতের মাত্রা বেড়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইহুদিবাদী ইসরাইলও লেবানন এবং সিরিয়ায় হামলা অব্যাহত রেখেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, লেফটেন্যান্ট ইভরি ডিক্সটেইন নামে ২১ বছর বয়সী সেনা অফিসার গতকাল হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে প্রচণ্ড সংঘর্ষের সময় নিহত হয়। ডিক্সটেইন গোলানি ব্রিগেডের একজন প্লাটুন কমান্ডার ছিল। এই প্লাটুনের সেনাদের নিয়ে দক্ষিণ লেবাননের একটি ভবনে আগ্রাসন চালাতে গেলে হিজবুল্লাহ যোদ্ধাদের গুলিতে ডিক্সটেইনের মৃত্যু হয়।#

পার্সটুডে/এসআইবি/ জিএআর/ ১৫