প্রেসিডেন্ট বাশার আসাদের ঘোষণা
‘ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের যেকোনো উপায়ে সাহায্য করা হবে’
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ড. আলী লারিজানি সিরিয়া সফরে গেছেন এবং দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে বৈঠক করেছেন।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে বাশার আসাদ ও লারিজানি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনসহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। বৈঠকে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন থামানোর উপায় নিয়ে কথা বলেন দুই কর্মকর্তা। বৈঠকে ইরান ও সিরিয়ার মধ্যকার সম্পর্ক এবং দুই দেশের স্বার্থে তা আরো জোরদার করার উপায় নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকার রক্ষার প্রতি বিশেষভাবে জোর দেন। তিনি ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের যেকোনো উপায়ে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি দখলদার সেনারা গাজা ও লেবাননে যে গণহত্যা চালাচ্ছে তার অবসানের কথা বলেন।
অন্যদিকে, ড. লারিজানি ইরানের পক্ষ থেকে সিরিয়ার পাশে থাকা প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সিরিয়াকে সব ধরনের সমর্থন দেয়ার প্রস্তুতির কথা ঘোষণা করেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৫