ইসলামী আন্দোলনের আমির
বাংলাদেশে আগে সংস্কার, এরপর জাতীয় নির্বাচন: মহাজোট গঠনের উদ্যোগ
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে, নির্বাচনের সম্ভাব্য সময়ও সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি।
ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, একটি মহাজোট গঠনের জন্য ইসলামি দলগুলোর মধ্যে আলোচনা চলছে। এ ছাড়া, দলটি সংসদ গঠনের জন্য প্রচলিত পদ্ধতির পরিবর্তে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায়।
রেজাউল করিম জোর দিয়ে বলেন, সংস্কারের বিষয়ে কোনো আপস করতে তারা রাজি নন। 'সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত, যাতে আমরা নির্বাচনে যেতে পারি। কিন্তু, অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে।'
১৯৮৭ সালে গঠিত 'ইসলামী শাসনতন্ত্র আন্দোলন' পরবর্তীতে 'ইসলামী আন্দোলন বাংলাদেশ' হয়।
দলটির আমির রেজাউল করিম বলেন, 'সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত না। সময়ের কথা বলতে হলে আমি মনে করি, এটা এক বছর বা দেড় বছরের মধ্যে হওয়া উচিত।' আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সময়সীমা জানতে পারলে ভালো হতো।'
সব ইসলামি দল একটি মহাজোট গঠনের জন্য কাজ করছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, 'আমরা আলোচনা করছি। নির্বাচনের জন্য একটি ঐক্যফ্রন্ট তৈরি করতে পারব বলে আশা করছি।'
ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্বের সুবিধার বিষয়ে তিনি বলেন, 'প্রতিটি দলকে তাদের ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ দেওয়া হবে। এর মাধ্যমে প্রতিটি ভোটের মূল্য দেওয়া হবে।'
তিনি বলেন, এই ব্যবস্থা বিশ্বের ৯১টি দেশে কার্যকর রয়েছে। সবাই এই ধরনের ব্যবস্থা থেকে উপকৃত হয়।' রেজাউল করিম বিশ্বাস করেন, প্রচলিত ব্যবস্থা জনগণের জন্য কাজ করছে না। এ প্রসঙ্গ ধরেই তিনি বলেন, 'আমরা দেখেছি, এর মাধ্যমে কেবল ফ্যাসিবাদের জন্ম হয়'।#
পার্সটুডে/জিএআর/১৫