ইসরাইল-বিরোধী অভিযান চলছেই
ইয়েমেনের সামরিক শক্তি দেখে বিস্মিত হয়েছেন মার্কিন অস্ত্র ক্রেতা
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তা দেখে বিস্মিত হয়েছেন মার্কিন সামরিক বাহিনীর জন্য অস্ত্র কেনাকাটার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা।
বিল লা প্লানটে নামের এ কর্মকর্তা ওয়াশিংটনে নিউজ ওয়েবসাইট এক্সিওস আয়োজিত এক অনুষ্ঠানে বিস্ময় প্রকাশ করেন।গত ছয় মাসে ইয়েমেনের সামরিক বাহিনীর গুণগত অভিযান পরিচালনার কথা উল্লেখ করে তিনি বলেন “আমি নিতান্তই বিস্মিত।”
বিল লা প্ল্যান্টে আরো বলেন, ইয়েমেনের সামরিক বাহিনী দিন দিন তাদের ভান্ডারে উন্নতমানের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে যার মধ্যে এমন কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা কল্পনার বাইরে অনেক কিছু করতে পারে।
তিনি বলেন, “আমি একজন ইঞ্জিনিয়ার ও পদার্থবিদ। ক্ষেপণাস্ত্রের সাথেই আমার সারা জীবনের ক্যারিয়ার গড়ে উঠেছে। ইয়েমেনি বাহিনী দিন দিন ভয়ানক হয়ে উঠছে।”
গত বছরের ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে তারা লেবাননের ওপরও আগ্রাসন জোরদার করেছে।
ইহুদিবাদীদের এই বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী। তারা যেমন ইয়েমেন থেকে দখলদার ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুতে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তেমনি বাবুল মান্দেব প্রণালী এবং লোহিত সাগর এলাকায় ইসরাইল ও তার মিত্রদের জাহাজ চলাচল একেবারে প্রায় বন্ধ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি তারা ইসরাইলের বিরুদ্ধে অন্তত দুই দফা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।