‘হামলার শিকার মার্কিন রণতরী অনেকটা পালিয়ে বেড়াচ্ছে’
https://parstoday.ir/bn/news/event-i143870-হামলার_শিকার_মার্কিন_রণতরী_অনেকটা_পালিয়ে_বেড়াচ্ছে’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দীন আল-হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহে ইয়েমেনের সেনারা ২৯টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে। পাশাপাশি ইসরাইল-বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১৬, ২০২৪ ১৮:০২ Asia/Dhaka
  • সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দীন আল-হুথি
    সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দীন আল-হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দীন আল-হুথি বলেছেন, তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। তিনি জানান, চলতি সপ্তাহে ইয়েমেনের সেনারা ২৯টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে অভিযান চালিয়েছে। পাশাপাশি ইসরাইল-বিরোধী অভিযানে বহু ড্রোন ব্যবহার করা হয়েছে। 

আবদুল মালিক আল-হুথি বলেন, “ইহুদিবাদী ইসরাইলের জাফা, আশকেলোন, উম্মুল রাশরাশ বা এইলাত এবং নেগেব মরুভূমির একটি বিমান ঘাঁটি আমাদের সামরিক অভিযানের মুখে পড়েছে।”

মালিক আল-হুথি বলেন, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগর থেকে মার্কিন বিমানবাহীর রণতরী সরিয়ে নেয়ার পর এ পর্যন্ত এ ধরনের জাহাজ লোহিত সাগরে প্রবেশ করেনি। ইয়েমেনের হামলার ভয়ে মার্কিন রণতরী লোহিত সাগর এলাকা এড়িয়ে চলছে। তারা আরব সাগর, ভারত মহাসাগরের এক প্রান্ত এবং আফ্রিকার কোনো কোনো উপকূলে অনেকটা ছদ্মবেশ ধারণ করে চলাচল করছে। 

আব্দুল মালিক আল-হুথি বলেন, “বিশ্বের কোনো দেশ ইয়েমেনের মতো মার্কিন বিমানবাহীর রণতরীতে হামলার সিদ্ধান্ত নিতে পারেনি। আল্লাহর সমর্থন এবং ঈমানভিত্তিক তৎপরতার ফলে এই হামলা চালানো সম্ভব হয়েছে।”

তিনি জানান, ইউএসএস আব্রাহাম লিংকনের ওপর হামলার সাথে আমেরিকার আরো দুটি ডেস্ট্রয়ারের ওপর হামলা চালানো হয়েছে। এতে মার্কিন কর্মকর্তারা হতাশ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৬