গাজায় রিজার্ভ সেনা নিহত, দক্ষিণ লেবাননে মারা গেছে আরো এক সেনা
(last modified Sun, 17 Nov 2024 06:54:17 GMT )
নভেম্বর ১৭, ২০২৪ ১২:৫৪ Asia/Dhaka
  • নিহত ইসরাইলি সেনা  ইদান কেনান
    নিহত ইসরাইলি সেনা ইদান কেনান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের আরো এক রিজার্ভ সেনা নিহত হয়েছে। এই সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস ইদান কেনান। কেফির ব্রিগেডের ন্যাশন ব্যাটালিয়নের অধীনে সে যুদ্ধ করছিল।

এদিকে, দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহ সাথে যুদ্ধ করতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক সেনা নিহত হয়েছে। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী বিষয়টি স্বীকার করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ওরি নিশানোভিচ।

এ নিয়ে ইসরাইলের স্বীকারোক্তি মতে দক্ষিণ লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের ৪৪ জন সেনা নিহত হলো। তবে হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, লেবানন সীমান্তে এর চেয়ে অনেক বেশি দখলদার সেনা নিহত হয়েছে।

গাজা ও লেবানন সীমান্তে সাম্প্রতিক দিনগুলোতে ইসরাইলি সেনারা মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েকদিনে দুই স্থানেই ইসরাইলের বহু সেনা নিহত হয়েছে। এ প্রেক্ষাপটে দখলদার বাহিনীর প্রধান জেনারেল হেরজি হালেভি বলেছেন, ইসরাইলের উত্তরাঞ্চল থেকে উদ্বাস্তু হওয়া লোকজন ফিরে না আসা পর্যন্ত হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৭