মণিপুর সংকট নিরসনে প্রেসিডেন্টের হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস সভাপতি খাড়গে
মণিপুরের সংকট নিরসনে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়ে আজ (মঙ্গলবার) একটি চিঠি দিয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় মল্লিকার্জুন খাড়গে। মণিপুরে গত কয়েকদিন ধরে যে সহিংস পরিবেশ তৈরি হয়েছে, তা উল্লেখ করে খাড়গে জানিয়েছেন, উত্তর পূর্বের এই রাজ্যে প্রেসিডেন্টের হস্তক্ষেপের জরুরি প্রয়োজন।
চিঠিতে মণিপুরের বর্তমান পরিস্থিতির তদন্তের জন্য সুপ্রিম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ-স্তরের কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তিনি।
দ্রৌপদী মুর্মু-কে লেখা চিঠিতে রাজ্যসভার বিরোধী দলনেতা খাড়গে লিখছেন, "মণিপুরের মানুষের জীবনের নিরাপত্তা ও সেখানকার মানুষের সম্পত্তি রক্ষা করতে অবিলম্বে আপনার হস্তক্ষেপের অনুরোধ করছি। দেশের প্রেসিডেন্ট হিসেবে সেখানকার মানুষের জীবনরক্ষার স্বার্থে এটা এখন সাংবিধানিক অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে।"
চিঠিতে খাড়গে আরও লেখেন, "গত ১৮ মাস ধরে মণিপুরে চলা অস্থিরতা সামনে শান্তি ফেরাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। আমি আশাবাদী আপনার হস্তক্ষেপে মণিপুরবাসী আবার শান্তিতে ও সম্মানের সঙ্গে সেখানে বসবাস করতে পারবেন।"
২০২৩ সাল থেকেই মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সহিংস পরিবেশ বিরাজ করছে। তবে, মাঝে কয়েক মাস উত্তেজনার মাত্রা অনেকটা কম ছিল। কিন্তু, চলতি মাসের শুরু থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় নতুন করে ঘর ছাড়তে বাধ্য হচ্ছেন বহু মানুষ।
এই অবস্থায় আজ (মঙ্গলবার), মণিপুরের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি। বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ, সর্বভারতীয় কংগ্রেস কমিটির মণিপুরের ভারপ্রাপ্ত সদস্য গিরিশ গোয়া, মণিপুর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি কেইশাম মেঘচন্দ্র, মণিপুর অভ্যন্তরের সাংসদ বিমল আকোইজাম, উত্তর পূর্ব কংগ্রেস কমিটির চেয়ারম্যান নাবাম টুকি এবং আইন, আরটিআই এবং এইচআর বিভাগের দায়িত্বপ্রাপ্ত এআইসিসির কার্যনির্বাহী সদস্য ভূপেন্দ্র মেইতেই। এই বৈঠকের পরই রাষ্ট্রপতি মুর্মুকে এই চিঠি দেন খাড়গে।
চিঠিতে কংগ্রেসের পক্ষ থেকে ১২টি দাবি তুলে ধরেন কংগ্রেস সভাপতি। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা, ঘরছাড়াদের পুনর্বাসন নিশ্চিত করা এবং সহিংসতার শিকার হয়েছে যারা তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। এছাড়া, যেসব শিশু ত্রাণ শিবিরে রয়েছে, তাদের শিক্ষার ব্যবস্থা করা, ত্রাণ শিবিরগুলোতে স্যানিটেশন এবং স্বাস্থ্য পরিষেবার মতো মৌলিক পরিকাঠামোর উন্নতি সাধনের দাবিও জানিয়েছে কংগ্রেস। শুধু তাই নয়, সহিংসতা মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্র - দুই সরকারই অত্যন্ত ধীরে কাজ করছে বলেও অভিযোগ করেছে কংগ্রেস। এই নিয়ে কংগ্রেস উদ্বিগ্ন বলে জানিয়েছেন খাড়গে।#
পার্সটুডে/এমএআর/১৯