সড়ক অবরোধ কুকিদের, পুলিশের লাঠিচার্জে কয়েক জন আহত
(last modified Sat, 08 Mar 2025 10:35:38 GMT )
মার্চ ০৮, ২০২৫ ১৬:৩৫ Asia/Dhaka
  • সড়ক অবরোধ কুকিদের, পুলিশের লাঠিচার্জে কয়েক জন আহত

ভারতের মণিপুর রাজ্যে রাস্তাঘাট ‘সচল’ হওয়ার প্রথম দিনেই ফের সড়ক অবরোধ করেছে কুকি মহিলারা। কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে সড়ক অবরোধ করেন কুকি মহিলারা। তাদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী তাদের ওপর লাঠিচার্জ করে। ফলে বেশ কয়েকজন কুকি বিক্ষোভকারী আহত হয়েছেন।

ভারতের উত্তর-পূর্বের এই রাজ্যে বর্তমানে রাষ্ট্রপতির শাসন জারি রয়েছে। মণিপুরের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যপাল অজয়কুমার ভল্লার ওপর। গত ২ মার্চ ভল্লা এবং অন্য কর্মকর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকের পরেই, ৮ মার্চ থেকে মণিপুরের সব রাস্তা সচল রাখার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কেউ সড়ক পথ অবরোধ করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কড়া নির্দেশের পরও আজ সড়ক পথ অবরোধ করেন সেখানকার কুকি জনগোষ্ঠীর মহিলারা। কুকি বিক্ষোভকারীরা আলটিমেটাম দিয়ে রেখেছে,  তাদের দাবিদাওয়া পূরণ না-হওয়া পর্যন্ত সড়ক পথ সচল করা যাবে না। এই পরিস্থিতিতেই আজ শনিবার কাংপোকপি জেলায় কুকি জনগোষ্ঠীর অবরোধকারীদের ওপর লাঠিচার্জ করে নিরাপত্তাবাহিনী।

উল্লেখ্য, গত দেড় বছরেরও বেশি সময় ধরে মণিপুরে অশান্তির আবহে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বিঘ্নিত হয়েছিল। কোনও কোনও রাস্তায় সরকারি পরিবহণ প্রায় ২২ মাস ধরে বন্ধ ছিল।

আজ থেকে সড়কে যানবাহন চলাচল পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয় এবং অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে সড়ক পথে চলাচল স্বাভাবিক রাখতে মনিপুর পুলিশ এবং নিরাপত্তাবাহিনী যৌথভাবে কাজ করছে। বাস এবং যানবাহনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে। #

পার্সটুডে/জিএআর/৮