ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/event-i144008-ব্রিটিশ_চার্জ_দ্যা_অ্যাফেয়ার্সকে_ইরানের_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব
ইরানের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২০, ২০২৪ ১০:৪৭ Asia/Dhaka
  • তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
    তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন

ইরানের রাষ্ট্রীয় জাহাজ কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।

ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইরানের শিপিং লাইন বা আইআরআইএসএল-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে- এই অজুহাতে আরোপিত এ নিষেধাজ্ঞার আওতায় আরো কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর বাইরে ব্রিটিশ সরকার আলাদাভাবে ইরানবিরোধী নিষেধাজ্ঞা আরোপ করে আইআরআইএসএল ও ইরানের রাষ্ট্রীয় বিমান পরিবহণ সংস্থা- ইরান এয়ারের সম্পদ বাজেয়াপ্ত করেছে।  

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ব্রিটিশ সরকারের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি লন্ডনের এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। মঙ্গলবার রাতে তেহরানে নিযুক্ত ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে বলা হয়, ইরান এ ধরনের অযৌক্তিক ব্যবহারের উপযুক্ত জবাব দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিটিশ কূটনীতিককে জানানো হয়, অন্য কোনো দেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ইরানের বৈধ সহযোগিতা তৃতীয় কোনো দেশের স্বার্থ ক্ষুণ্ন করে না। কাজেই অন্য কোনো দেশের সঙ্গে ইরানের সামরিক সহযোগিতায় ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।