ইসরাইল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায়
https://parstoday.ir/bn/news/event-i144068-ইসরাইল_পুরো_ফিলিস্তিনি_জনগোষ্ঠীর_উপস্থিতি_মুছে_দিতে_চায়
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মুছে দেয়ার লক্ষ্য ঠিক করেছে। হামাসের পলিট ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া গতকাল (বুধবার) আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২১, ২০২৪ ১৮:০৩ Asia/Dhaka
  • ইসরাইল পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীর উপস্থিতি মুছে দিতে চায়

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে পুরো ফিলিস্তিনি জনগোষ্ঠীকে মুছে দেয়ার লক্ষ্য ঠিক করেছে। হামাসের পলিট ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া গতকাল (বুধবার) আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন। 

হামাসের এই নেতা বলেন, দখলদার বাহিনী সবাইকে লক্ষ্যবস্তু করছে। তারা হাসপাতাল, সিভিল ডিফেন্স, নারী-শিশু বৃদ্ধ সবার ওপর হামলা করছে। দখলদার সরকার ফিলিস্তিনি জনগোষ্ঠীকে উদ্বাস্তু করে গাজাকে জনশূন্য করতে চাইছে এবং এর মাধ্যমে পুরো ফিলিস্তিনি ভূখণ্ডে একটি ইহুদিবাদী রাষ্ট্র গঠনের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। 

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার বেশিরভাগই নারী ও শিশু। এই প্রেক্ষাপটে খলিল আল-হাইয়া এসব কথা বললেন। তিনি বলেন, নজিরবিহীন আগ্রাসন আধুনিক সময়ে মানব সভ্যতার অন্ধকার যুগের কথা স্মরণ করিয়ে দেয়।#

পার্সটুডে/এসআইবি/২১