আইএইএর বক্তব্যের অর্থ হল তারা ইসরাইলের সাথে তাল মিলিয়ে চলছে
https://parstoday.ir/bn/news/event-i144096-আইএইএর_বক্তব্যের_অর্থ_হল_তারা_ইসরাইলের_সাথে_তাল_মিলিয়ে_চলছে
তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহি বোর্ডের বিবৃতি থেকে বোঝা যায় তারা ইসরাইলের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে। তিনি বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইএইএর ইরান বিরোধী বিবৃতির শক্ত জবাব দেবে বলে আশা করি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২২, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka
  • আইএইএর বক্তব্যের অর্থ হল তারা ইসরাইলের সাথে তাল মিলিয়ে চলছে

তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএর নির্বাহি বোর্ডের বিবৃতি থেকে বোঝা যায় তারা ইসরাইলের সাথে তাল মিলিয়ে এগোচ্ছে। তিনি বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইএইএর ইরান বিরোধী বিবৃতির শক্ত জবাব দেবে বলে আশা করি।

ইরনার উদ্বৃতি দিয়ে পার্সটুডে জানিয়েছে, জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবের অনুমোদনের প্রতিক্রিয়ায় বলেছেন, বিশ্বের জানা উচিত এই বিবৃতিটি ইসরাইলের সমর্থনে যে ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। 

তেহরানে জুমার নামাজের খতিব জাতিসংঘে মানবাধিকার ইস্যুতে প্রতিবছর কানাডার ইরানবিরোধী প্রস্তাব উত্থাপনের ব্যাপারে বলেছেন, এই প্রস্তাবে স্বাক্ষরকারী অন্যতম হচ্ছে ইসরাইল যা জাতিসংঘের জন্য অবমাননাকর। কারণ ইরান সবসময় মজলুমকে সমর্থন দিয়ে এসেছে অথচ অত্যাচারী শক্তি কানাডার প্রস্তাবে সমর্থন দিয়েছে।

আয়াতুল্লাহ খাতামি গাজায়  ইসরাইলি গণহত্যার প্রতি মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে আমেরিকার ভেটো দেয়া থেকে তাদের বর্বরতার পরিচয় পাওয়া যায়। #

পার্সটুডে/রেজওয়ান হোসেন/ ২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।