ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের প্রতি রাশিয়ার হুঁশিয়ারি; ইউক্রেনের ১৭ ড্রোন ধ্বংসের দাবি
https://parstoday.ir/bn/news/world-i154866-ভেনেজুয়েলা_ইস্যুতে_ট্রাম্পের_প্রতি_রাশিয়ার_হুঁশিয়ারি_ইউক্রেনের_১৭_ড্রোন_ধ্বংসের_দাবি
পার্সটুডে- রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনা প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেছে এবং চেক  প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের রাশিয়া-বিরোধী আক্রমণাত্মক বক্তব্যকে ইউরোপে উত্তেজনা বৃদ্ধির লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছে।
(last modified 2025-12-08T11:26:30+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৫ ১৩:৪০ Asia/Dhaka
  • ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের প্রতি রাশিয়ার হুঁশিয়ারি; ইউক্রেনের ১৭ ড্রোন ধ্বংসের দাবি

পার্সটুডে- রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনা প্রত্যাখ্যান করে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করেছে এবং চেক  প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের রাশিয়া-বিরোধী আক্রমণাত্মক বক্তব্যকে ইউরোপে উত্তেজনা বৃদ্ধির লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছে।

যখন ইউরোপ ও লাতিন আমেরিকার রাজনৈতিক–নিরাপত্তা পরিস্থিতি সংবেদনশীল পর্যায়ে পৌঁছেছে, তখন রাশিয়ার অবস্থানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। পার্সটুডের এই সংবাদ প্রতিবেদন আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়ার সর্বশেষ অবস্থান ও এর অর্থনৈতিক প্রভাবগুলো তুলে ধরা হয়েছে।

মস্কো: ইউক্রেনে মার্কিন শান্তি পরিকল্পনায় "মৌলিক সংশোধন" দরকার

রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এখনো মস্কোর প্রত্যাশা অনেক দূরে রয়েছে এবং ওয়াশিংটনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ও মৌলিক পরিবর্তন আনতে হবে। তিনি এই পরিবর্তনের বিশদ ব্যাখ্যা দেননি, তবে সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার ভিত্তিতে তিনি বলেন, ভূখণ্ড ও নিরাপত্তা-সম্পর্কিত বিষয়ে গভীর মতপার্থক্য রয়েছে।

এই বক্তব্য এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের ইউক্রেনবিষয়ক বিশেষ দূত কেইট ক্লগ দাবি করেছেন, যুদ্ধের সমাপ্তি "নিকটবর্তী" এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও দোনবাসের ভবিষ্যৎ সম্ভাব্য চুক্তির প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

ভেনিজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা

রাশিয়ার উপ–পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ওয়াশিংটন–কারাকাস উত্তেজনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তারা যেন পূর্ণ মাত্রার সংঘাতের দিকে অগ্রসর না হয়। রিয়াবকভ বলেন, এই সংকটের মূল কারণ হলো ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের "নিরঙ্কুশ আধিপত্য" প্রতিষ্ঠার প্রচেষ্টা।

তিনি মনে করিয়ে দেন, রাশিয়া ভেনিজুয়েলার সঙ্গে "কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি" স্বাক্ষর করেছে এবং বহু ক্ষেত্রেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের পাশে রয়েছে। এমন সময়ে এই সতর্কবার্তা এসেছে যখন যুক্তরাষ্ট্র গত আগস্ট থেকে ক্যারিবিয়ান সাগরে ব্যাপক সামরিক অভিযান শুরু করেছে এবং ভেনিজুয়েলায় স্থল আক্রমণের হুমকি দিচ্ছে—যা কারাকাসের মতে, সরকার পরিবর্তনের প্রকাশ্য অপচেষ্টা।

রাশিয়াকে নিয়ন্ত্রণে চীনকে চাপ দিচ্ছে জার্মানি

বার্লিন চাইছে বেইজিং ইউক্রেন যুদ্ধবিরতিতে আরও সক্রিয় ভূমিকা নিক। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাডফুল চীন সফরের আগে বলেন, "রাশিয়ার ওপর চীনের মতো প্রভাব আর কারও নেই।" তিনি চান চীন এই প্রভাব ব্যবহার করে মস্কোকে "গুরুত্বপূর্ণ ও সার্বভৌমত্ব-সম্মত আলোচনার" দিকে ঠেলে দিক। ভাডফুল চীনের সঙ্গে বিরল-খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ, শিল্পখাতে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এবং পূর্ব এশিয়ার নিরাপত্তা বিশেষ করে তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা করবেন।

চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের রাশিয়া-বিরোধী হুমকি

চেক প্রেসিডেন্ট পেতর পাওয়েল সানডে টাইমসকে বলেছেন, যদি রাশিয়া "ন্যাটোর আকাশসীমা লঙ্ঘন" অব্যাহত রাখে, তবে ইউরোপ "রুশ বিমান বা ড্রোন ভূপাতিত করতে" বাধ্য হতে পারে। তিনি কোনো প্রমাণ দেননি, তবে ইউরোপকে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে স্বাধীনভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। ক্রেমলিন এই মন্তব্যকে "দায়িত্বজ্ঞানহীন" ও "উত্তেজনাপূর্ণ" বলে নিন্দা জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষামূলক অভিযান ও ইউক্রেন যুদ্ধের ধারাবাহিকতা

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় তারা ইউক্রেনের ১৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এই সংঘাত শুরু হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে, যখন মস্কো দোনেৎস্ক ও লুহানস্কের স্বাধীনতা স্বীকৃতি দেয়। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বিলিয়ন ডলারের অস্ত্র পাঠিয়ে যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন