ইউক্রেনের ওপর আরো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা হবে
https://parstoday.ir/bn/news/event-i144108-ইউক্রেনের_ওপর_আরো_হাইপারসনিক_ক্ষেপণাস্ত্রের_হামলা_হবে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আরো যুদ্ধকালীন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৩, ২০২৪ ১২:১৯ Asia/Dhaka
  • ইউক্রেনের ওপর আরো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা হবে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আরো যুদ্ধকালীন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। 

পুতিন গতকাল (শুক্রবার) বলেন, পরিস্থিতি এবং রাশিয়া কী ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে তার ওপর নির্ভর করবে এসব পরীক্ষা। তিনি বলেন, রাশিয়া নতুন অস্ত্রেরও ধারাবাহিক উৎপাদন শুরু করবে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, নতুন ওরেশনিক ক্ষেপণাস্ত্রের আরো পরীক্ষা হবে। হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম। 

ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পরে পুতিন এই ঘোষণা দিলেন।
ইউক্রেন সম্প্রতি আমেরিকা এবং ব্রিটেনের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে। এরপর দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে বড় রকমের হামলা চালাবে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। এ নিয়ে ইউক্রেনের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।