পশ্চিমবঙ্গের ৬ আসনেই তৃণমূলের বিজয়, মহারাষ্ট্রে সরকার গঠনের পথে বিজেপি
https://parstoday.ir/bn/news/event-i144132-পশ্চিমবঙ্গের_৬_আসনেই_তৃণমূলের_বিজয়_মহারাষ্ট্রে_সরকার_গঠনের_পথে_বিজেপি
ভারতের পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ৬টিতেই জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যে ছয়টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জয়ী ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সিতাই, মাদারিহাট  নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ২৩, ২০২৪ ১৯:৩১ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভা আসনের উপ-নির্বাচনে ৬টিতেই জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যে ছয়টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে জয়ী ঘোষণা করা হয়েছে সেগুলো হলো- সিতাই, মাদারিহাট  নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা।

২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ছয় আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল, হেরেছিল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার মাদারিহাটে। ওই আসনে জিতেছিলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা মনোজ টিগ্গা। তিনি ২০২৪ সালের জুনে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে জিতে লোকসভায় চলে গেলে ওই আসনে উপনির্বাচন হয়েছিল। এবার সেই উপনির্বাচনে জিতে গেল তৃণমূল কংগ্রেস। টিগ্গা অবশ্য বলেছেন, ভোটারদের ওপরে পুলিশ চাপ দিয়ে তৃণমূলকে জিতিয়েছে। তবে এই হার থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, উপনির্বাচনের এই জয়ের পর সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তৃণমূল দল মমতা লিখেছেন, 'আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিবাদন।'

তিনি আরও লিখেছেন, 'এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরো সক্রিয়ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা।

প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী

এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাড়ে উপনির্বাচনে বড় ব্যবধানে জিতেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্যদিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই লোকসভার আইনপ্রণেতা নির্বাচিত হলেন তিনি।

চলতি বছরের শুরুর দিকে হওয়া লোকসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর ভাই রাহুল গান্ধী দুটি আসনে লড়াই করে দুটিতেই জয় পান। তার একটি এই ওয়েনাড়। অপরটি উত্তর প্রদেশের রায়বেরেলি। তবে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন তিনি। এরপর সেখানে উপনির্বাচন ঘোষণা করা হয়।

ওয়েনাড় উপনির্বাচনে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপির নভ্যা হরিদাস প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।

প্রিয়াঙ্কার জয় নিয়ে কখনো কোনো সংশয় ছিল না। তবে আগ্রহ ছিল, রাহুলের চেয়ে বেশি ভোট পেয়ে বেশি ব্যবধানে তিনি জেতেন কি না। আজ শনিবারের গণনায় দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড় উপনির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯৩১ ভোটের ব্যবধানে বিশাল জয় অর্জন করেছেন।

অন্যদিকে, মহারাষ্ট্রে বিরাট জয়ের পথে শাসক দল বিজেপির নেতৃত্বাধীন 'মহাজুটি'। ২৮৮ আসনের বিধানসভায় তারা ২৩৩টি পেতে যাচ্ছে। বিরোধী মহা বিকাশ আঘাড়ি জোট সেখানে মাত্র ৫০টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেপি একাই ১২৫-এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবন্দ্র ফড়ণবিস।#

পার্সটুডে/এমএআর/২৩