হিব্রু ভাষায় ইরানের সর্বোচ্চ নেতার এক্স বার্তা
সন্ত্রাসী ইসরাইলের সব রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গাজা উপত্যকা ও লেবাননে ভয়াবহ অপরাধযজ্ঞ চালানোর জন্য সন্ত্রাসী ইসরাইল সরকারের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করার আহ্বান জানিয়েছেন।
তিনি শনিবার নিজের অফিসিয়াল এক্স পেজে হিব্রু ভাষায় দেয়া এক পোস্টে এ আহ্বান জানান। আয়াতুল্লাহ খামেনেয়ীর এক্স বার্তায় বলা হয়, “অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী চক্রের সকল রাজনৈতিক ও সামরিক কর্মকর্তার বিচার করতে হবে।”
হেগের আন্তর্জাতিক আদালত ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এই এক্স বার্তা প্রকাশ করলেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি এর আগে বহুবার ইসরাইলি নেতাদেরকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যায়িত করে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানিয়েছেন।
বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আইসিসি বলেছে, “ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।”
২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ গণহত্যা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৪,১৭৬ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সেইসঙ্গে লেবাননে ইসরাইলি আগ্রাসনে শাহাদাতবরণ করেছেন আরো ৩,৬৪৫ নিরীহ আদম সন্তান। #
পার্সটুডে/এমএমআই/এমএআর/২৪