সৌদি আরবে ব্যাপক ধরপাকড়: এক সপ্তাহে ২১ হাজার প্রবাসী গ্রেফতার
সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী গত এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ১৮ হাজার ৫০৮ জন পুরুষ এবং দুই হাজার ৭৫৯ জন নারী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ওই গ্রেফতার অভিযান চালানো হয়।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট ২১ হাজার ২৬৭ জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেফতার করা হয়।
গালফ নিউজ বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১১ হাজার ৬০৭ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ২৮৫ জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ২৩২ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় ১ হাজার ৪০১ জনকে গ্রেফতার করা হচ্ছে। তাদের মধ্যে ৩৯ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬০ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
খবরে আরও বলা হয়েছে, বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টা করার জন্য আরও ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশে সহায়তা করার জন্য অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।#
পার্সটুডে/এমএআর/২৪