ইসরাইলি হুমকির মুখে ইরাকের প্রতি নিশ্চিত সমর্থন ঘোষণা
https://parstoday.ir/bn/news/event-i144192-ইসরাইলি_হুমকির_মুখে_ইরাকের_প্রতি_নিশ্চিত_সমর্থন_ঘোষণা
ইহুদিবাদী ইসরাইল ইরাকের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে যে সমস্ত হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে বাগদাদের প্রতি নিশ্চিত সমর্থনের কথা ঘোষণা করেছে আরব লীগ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৫, ২০২৪ ১৩:৩০ Asia/Dhaka
  • ইসরাইলি হুমকির মুখে ইরাকের প্রতি নিশ্চিত সমর্থন ঘোষণা

ইহুদিবাদী ইসরাইল ইরাকের বিরুদ্ধে হামলা চালানোর বিষয়ে যে সমস্ত হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে বাগদাদের প্রতি নিশ্চিত সমর্থনের কথা ঘোষণা করেছে আরব লীগ।

গতকাল (রোববার) মিশরের কায়রোয় আরব লীগের জরুরি বৈঠক থেকে এই সমর্থনের কথা ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্য অঞ্চলে দখলদার ইসরাইলের বর্বর আগ্রাসন ও ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে এই বৈঠক থেকে।

গতকালের এ জরুরি অধিবেশনে যোগ দেন আরব লীগের স্থায়ী প্রতিনিধিরা এবং এতে সভাপতিত্ব করে ইয়েমেন। ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরাইলের হুমকি নিয়ে অধিবেশনে আলোচনা করা হয়।

বৈঠকে যোগ দেয়া কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন, বৈঠক থেকে নিন্দা জানিয়ে বলা হয় ইহুদিবাদী ইসরাইল এই অঞ্চলে যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে। এ অবস্থায় ইরাকের জাতীয় ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশটির প্রতি সমর্থন দেয়ার প্রয়োজন রয়েছে। বিবৃতিতে আরব লীগের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ইসরাইলি হুমকির বিষয়টি যেন তিনি আরব লীগের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করেন।

গতকালের জরুরি অধিবেশন সম্পর্কে কায়রোয় নিযুক্ত ইরাকের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ মোহসেন আলওয়ান বলেন, ইসরাইল মিথ্যা অজুহাতে মধ্যপ্রাচ্যে তাদের আগ্রাসনের থাবা বিস্তারের চেষ্টা করছে। এক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ কিংবা নীতি-প্রথা সবই লঙ্ঘন করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।