হুমকির মুখে যুদ্ধবিরতি
লেবাননে আবার ইসরাইলের আগ্রাসন, গাজায় হামলা জোরদার
-
লেবাননে ইসরাইলি হামলা (ফাইল ফটো)
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে। এছাড়া, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার সেনারা বিমান হামলা জোরদার করেছে। এতে যুদ্ধবিরতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে।
গতকাল (বৃহস্পতিবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে লেবাননের সামরিক বাহিনী জানিয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই কয়েকবার চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, লেবাননের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলার পাশাপাশি অন্যান্য অস্ত্রের সাহায্যেও হামলা চালিয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলার কথা নিশ্চিত করেছে। এছাড়া, ওই এলাকায় দুই ব্যক্তির ওপর গুলি চালানোর কথা জানিয়েছে দখলদার বাহিনী।
এর আগে, লেবাননের গণমাধ্যম জানিয়েছিল- ইসরাইলি বাহিনীর ট্যাংকের গোলার আঘাতে অন্তত দুই ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া ইসরাইল বাহিনী অন্তত পাঁচটি শহরে গোলা বর্ষণ করেছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে বহু কৃষিখেত ক্ষতিগ্রস্ত করেছে।
লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সাথে ১৪ মাস ধরে প্রচণ্ড লড়াইয়ে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়। বুধবার ভোর থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ৬০ দিন তা বলবৎ থাকবে। আশা করা হচ্ছে, এর মধ্যদিয়ে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/২৯