জঙ্গি অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান
উগ্র জঙ্গিদের হামলায় সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে: রাশিয়া
-
সিরিয়ার সেনাবাহিনীর একটি বিধ্বস্ত ট্যাংক
সিরিয়ায় উগ্র জঙ্গিদের পুনরুত্থানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, সন্ত্রাসীরা সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যে হামলা চালিয়েছে তাতে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করে বলেছেন, জঙ্গিদের সাম্প্রতিক হামলা ছিল ‘সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে আক্রমণ।’
দামেস্ক দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে বলে আশা প্রকাশ করেন পেসকভ। তিনি বলেন, “আমরা চাই সিরিয়া কর্তৃপক্ষ অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ গ্রহণ করুক।”
হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বাধীন উগ্র তাকফিরি জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের আক্রমণ চালায়। কোনো কোনো রিপোর্টে বলা হচ্ছে, তারা বেশ কিছু এলাকা দখল করে নিয়েছে। তখন থেকে সিরিয়ার সেনাবাহিনী হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করতে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল লড়াইয়ে লিপ্ত রয়েছে।
গতকাল (শুক্রবার) সিরিয়ার সেনাাবহিনী ইদলিবে জঙ্গিদের অগ্রাভিযান রুখে দিয়েছে বলে খবর দিয়েছে আল-মায়াদিন টেলিভিশন। এটি জানিয়েছে, পার্শ্ববর্তী আলেপ্পো প্রদেশে দু’পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। আলেপ্পোর উত্তরাঞ্চলীয় আদাদান শহর থেকে জঙ্গিদের চারটি বড় ধরনের অভিযান রুখে দেয়া হয়েছে বলেও আল-মায়াদিন জানিয়েছে।
উগ্র তাকফিরি জঙ্গিদের হামলা প্রতিহত করার উদ্দেশ্যে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমানগুলো বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গি-অধ্যুষিত এলাকাগুলোতে বোমাবর্ষণ করেছে। #
পার্সটুডে/এমএমআই/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।