সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি অবস্থানে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমানের বোমাবর্ষণ
(last modified Mon, 02 Dec 2024 04:34:01 GMT )
ডিসেম্বর ০২, ২০২৪ ১০:৩৪ Asia/Dhaka
  • সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গি অবস্থানে রাশিয়া ও সিরিয়ার যুদ্ধবিমানের বোমাবর্ষণ

সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বোমাবর্ষণ করে বিদেশি-মদদপুষ্ট তাকফিরি সন্ত্রাসীদের একটি বড় ধরনের আক্রমণ প্রতিহত করেছে। 

হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের জঙ্গিরা গত বুধবার অকস্যাৎ হামলা চালিয়ে আলেপ্পো শহরের একাংশ দখল করে নেয়ার পর তাদের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে দামেস্ক।

মূলত তুরস্কের সীমান্ত অঞ্চল দিয়ে জঙ্গিরা দক্ষিণ অভিমুখী অভিযান পরিচালনা করছে। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো রোববার ইদলিব প্রদেশে জঙ্গি অবস্থানগুলোতে বোমাবর্ষণ করে তাদেরকে তুর্কি সীমান্তের দিকে হটিয়ে দিয়েছে।

সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা গত কয়েকদিনে হাতছাড়া হয়ে যাওয়া বেশ কয়েকটি শহর জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। আলেপ্পোর হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনী আবার সংগঠিত হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

এইচটিএস জঙ্গিরা গত বুধবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো ও ইদলিব প্রদেশে বড় ধরনের হামলা চালিয়ে বেশ কিছু এলাকা দখল করে নেয়। তখন থেকে হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারে জঙ্গিদের বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। দামেস্ক বলেছে, এ কাজে তাদেরকে সহযোগিতা করছে রাশিয়াসহ অন্যান্য মিত্র দেশ।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে যে সহিংসতা চাপিয়ে দেয়া হয় তা প্রায় এক দশকের মাথায় পরাভূত করা হয় এবং এ কাজে দামস্ককে সহযোগিতা করে তেহরান ও মস্কো। সিরিয়ার জঙ্গিদেরকে দামেস্কের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার পেছনে ইহুদিবাদী ইসরাইল ও তার ঘোষিত ও অঘোষিত আঞ্চলিক মিত্ররা সক্রিয় ভূমিকা পালন করছে।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২