‘জঙ্গিরা কেবল শক্তির ভাষা বোঝে’
সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে বলপ্রয়োগ করা হবে: প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার দেশের উত্তরাঞ্চলে আবার মাথাচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতে বলপ্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশগুলোতে উগ্র জঙ্গিরা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা চালানোর পর তিনি এ হুমকি দিলেন।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছেন, প্রেসিডেন্ট আসাদ রোববার আবখাজিয়ার প্রেসিডেন্ট বাদরা গানবার সঙ্গে টেলিফোনালাপে ওই হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “সন্ত্রাসীরা কেবলমাত্র শক্তির ভাষা বোঝে এবং আমরা সেই শক্তি প্রয়োগ করে তাদেরকে নির্মূল করব, তাতে জঙ্গিদের পৃষ্ঠপোষক যেই হোক না কেন।”
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, “আমরা মিত্রদের সহযোগিতায় দেশের স্থিতিশীলতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করব। সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের আঘাত করার সক্ষমতা আমাদের রয়েছে।”
হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের জঙ্গিরা গত বুধবার অকস্যাৎ হামলা চালিয়ে আলেপ্পো শহরের একাংশ দখল করে নেয়ার পর প্রেসিডেন্ট আসাদের পক্ষ থেকে জঙ্গিদের বিরুদ্ধে এই শক্ত অবস্থান ঘোষণা করা হলো।
মূলত তুরস্কের সীমান্ত অঞ্চল দিয়ে জঙ্গিরা দক্ষিণ অভিমুখী অভিযান পরিচালনা করছে। সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো রোববার ইদলিব প্রদেশে জঙ্গি অবস্থানগুলোতে বোমাবর্ষণ করে তাদেরকে তুর্কি সীমান্তের দিকে হটিয়ে দিয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা গত কয়েকদিনে হাতছাড়া হয়ে যাওয়া বেশ কয়েকটি শহর জঙ্গিদের কাছ থেকে পুনরুদ্ধার করেছে। আলেপ্পোর হাতছাড়া হয়ে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধার করার লক্ষ্যে সিরিয়ার সেনাবাহিনী আবার সংগঠিত হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে। #
পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২