নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান
(last modified Wed, 04 Dec 2024 13:21:38 GMT )
ডিসেম্বর ০৪, ২০২৪ ১৯:২১ Asia/Dhaka
  • নিষেধাজ্ঞা কৌশল সচল করলে এনপিটি থেকে বেরিয়ে যাবে তেহরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরান-বিরোধী নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে পুনঃস্থাপনকারী কথিত স্ন্যাপব্যাক ব্যবস্থা সক্রিয় করা হলে তেহরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাবে।

রাভাঞ্চির উদ্ধৃতি দিয়ে গতকাল (মঙ্গলবার) ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি একথা বলেন। এর আগে রাভাঞ্চি সুইজারল্যান্ডের জেনেভা শহরে ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির কূটনীতিকদের সাথে পরমাণু ইস্যুতে বৈঠক করেন।   

রেজায়ি বলেন, “রাভাঞ্চি ঘোষণা করেছেন যে, এই পর্যায়ে আমরা অনুভব করেছি যে, আলোচনা কার্যকর হতে পারে এবং আমরা পারমাণবিক সমস্যাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছি। তবে, স্ন্যাপব্যাক ম্যাকানিজম পুনরায় চালু হওয়ার ক্ষেত্রে ইরান পাল্টা ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আমরা যে বিকল্পগুলো উত্থাপন করেছি তার মধ্যে একটি হলো এনপিটি থেকে নিজেদেরকে প্রত্যাহার করা এবং আমরা এনপিটি ত্যাগ করতে পারি।” 

উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা সম্ভবত ইউরোপের সাথে আরেক দফা মত বিনিময় করবে এবং জেনেভার সমস্ত আলোচনা নিয়মের কাঠামোর মধ্যেই ছিল। তিনি বলেন, তারা মিথ্যা আশাবাদ ছাড়াই আলোচনায় অংশ নিয়েছিলেন। জেনেভার এই মত বিনিময়কে তিনি সংলাপ বলতে চাননি; তিনি বলেছেন, কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া কোনো সংলাপ হয় না।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৪