‘প্রেসিডেন্ট আসাদ দামেস্কেই আছেন; সাংবিধানিক দায়িত্ব পালন করছেন’
https://parstoday.ir/bn/news/event-i144636-প্রেসিডেন্ট_আসাদ_দামেস্কেই_আছেন_সাংবিধানিক_দায়িত্ব_পালন_করছেন’
সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের দামেস্ক অভিমুখী অভিযানের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • বাশার আল-আসাদ
    বাশার আল-আসাদ

সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীদের দামেস্ক অভিমুখী অভিযানের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে গেছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে সিরিয়ার প্রেসিডেন্টের দপ্তর।

গতকাল (শনিবার) রাতে প্রেসিডেন্ট বাশারের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “কিছু বিদেশি গণমাধ্যমে গুজব ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে। দাবি করা হচ্ছে, প্রেসিডেন্ট দামেস্ক ছেড়েছেন বা দ্রুত অন্য দেশে চলে গেছেন। কিন্তু তা সত্য নয়। প্রেসিডেন্ট জাতীয় ও সাংবিধানিক কাজে ব্যস্ত রয়েছেন এবং রাজধানী দামেস্কেই আছেন।”

বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট কিছু বিদেশি গণমাধ্যমের এই অপপ্রচার নতুন কোনো বিষয় নয়। ২০১১ সালে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়ার সময়  থেকেই তারা সিরিয়ার সরকার ও জনগণকে হতাশ করার জন্য এ ধরনের প্রচারণা চালিয়ে এসেছে।

এদিকে, সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে যে, রাজধানী দামেস্কের আশপাশের গ্রামাঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করা হয়েছে। রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের ‘অপতথ্য’ ছড়ানো হচ্ছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।

সিরিয়ার সেনাবাহিনী দামেস্কের আশপাশে নিজেদের অবস্থানে সম্পূর্ণ অটল রয়েছে এবং তারা ‘যেকোনো ধরনের সন্ত্রাসী আগ্রাসন’ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা এক ঘোষণায় দাবি করেছে, দেশটির উত্তরাঞ্চলীয় হামা ও হোমস শহরে সন্ত্রাসীদের অবস্থান ও সরবরাহ লাইনের ওপর কামানের গোলাবর্ষণ ও রকেট হামলা চালিয়েছে সেনাবাহিনী। এর ফলে বিদেশি মদদপুষ্ট সরকারবিরোধী বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।