রাশিয়ার তথ্য
বাশার আসাদ দেশ ছাড়ার আগে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন
রাশিয়া বলেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাষ্ট্রীয় ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।
গতকাল (রোববার) এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র সংঘাতের সাথে জড়িত কয়েকজন ব্যক্তির সাথে আলাপ আলোচনার পর প্রেসিডেন্ট বাশার আসাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং দেশ ছাড়ার আগে তিনি সরকারি কর্মকর্তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দিকনির্দেশনা দেন।
শেষ মুহূর্তে প্রেসিডেন্ট আসাদের সাথে যাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। মস্কো বলেছে, সিরিয়ার সব পক্ষকে সহিংসতা বাদ দিয়ে রাজনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে। এ বিষয়টিকে সামনে রেখে রাশিয়া ফেডারেশন সিরিয়ার সব বিরোধী পক্ষের সাথে যোগাযোগ রাখছে।
মস্কো আরো জানিয়েছে, সিরিয়ায় রাশিয়ার যে সমস্ত ঘাঁটি রয়েছে সেগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে তবে বর্তমান সময় পর্যন্ত কোনো মারাত্মক হুমকি নেই।
গত ২৭ নভেম্বর থেকে হায়াতে তাহারির আশ-শাম বা এইচটিএস সশস্ত্র গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলেীয় ইদলিব এবং আলেপ্পো প্রদেশে সরকারি অবস্থানগুলোতে হামলা শুরু করে। এরপর তারা অত্যন্ত দ্রুতগতিতে আরো কয়েকটি শহর দখলের পর রাজধানী দামেস্ক দখল করে নেয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯