রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার গেরিলারা
(last modified Mon, 09 Dec 2024 10:26:02 GMT )
ডিসেম্বর ০৯, ২০২৪ ১৬:২৬ Asia/Dhaka
  • রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার গেরিলারা

সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। ক্রেমলিন সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর দিয়েছে।

হায়াত তাহারির আশ-শাম বা এইচটিএস এবং মার্কিন সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির গেরিলারা গতকাল (রোববার) দামেস্ক দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন।

সাবেক আল-কায়েদা কমান্ডার এবং বর্তমানে এইচটিএসের নেতা আবু মোহাম্মদ আল-জোলানি গতকাল টেলিভিশনে দেয়া ভাষণে বিজয় ঘোষণা করেন। তিনি বলেন, “ভবিষ্যৎ আমাদের।”

এরপর ক্রেমলিনের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে যে, সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার কর্মকর্তারা যোগাযোগ রাখছেন। এই প্রতিনিধিরা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সাথে ওই সূত্র বলেছেন, “সিরিয়ার জনগণের স্বার্থ এবং সিরিয়া ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আমরা রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখবো বলে আশা করি।”

সিরিয়ায় ২০১১ সালে বিদেশী মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর ২০১৫ সালে বাশার আল-আসাদ সরকারকে সাহায্য করার জন্য রাশিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। কিন্তু এবার রুশ সেনারা হায়াতে তাহরির আশ-শাম এবং ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযান শুরুর পর বাশার আল-আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেয়ার ইচ্ছা ব্যক্ত করলে রাশিয়া এই অবস্থানে চলে যায়। ক্ষমতা ছেড়ে দেয়ার ব্যাপারে পেছনের দরজা দিয়ে কয়েকটি গোষ্ঠীর সাথে বাশার আল-আসাদের বৈঠক হয় তবে সেসব বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে দাবি করেছে মস্কো।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ৯