সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০ ভাগ ধ্বংস
(last modified Wed, 11 Dec 2024 08:48:44 GMT )
ডিসেম্বর ১১, ২০২৪ ১৪:৪৮ Asia/Dhaka
  • সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০ ভাগ ধ্বংস

সিরিয়ায় সরকার-বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম ক্ষমতা দখল করার পর ইহুদিবাদী ইসরাইল দেশটির ওপর বিনা বাধায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত সিরিয়ার সামরিক শক্তির শতকরা ৮০ ভাগ ধ্বংস করেছে।

ইসরাইলের বর্বর সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, তারা ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনকালে গড়ে ওঠা সিরিয়ার কৌশলগত সামরিক শক্তি ধ্বংস করে ফেলেছে। ইসরাইল দাবি করছে, তাদের শত্রুদের হাতে যেন এসব অস্ত্র না পড়ে সেজন্য তারা এই আগ্রাসন চালাচ্ছে।

ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ৪৮ ঘণ্টার আগ্রাসনে বিমান বাহিনী এবং নৌবাহিনী সিরিয়ার কৌশলগত অবস্থানগুলোর ওপর ৩৫০ বার হামলা চালিয়েছে। এতে সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্রের মজুদ ধ্বংস হয়েছে। এ বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনী কিছু ফুটেজও প্রকাশ করেছে।

গত শনিবার রাত থেকে ইসরাইল সিরিয়ার ওপর আগ্রাসন শুরু করে এবং তারা প্রথমে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয় যাতে তারা একেবারে স্বাধীনভাবে সিরিয়ার ওপর তাদের আগ্রাসন অব্যাহত রাখতে পারে।

ইহুদিবাদীদের যুদ্ধবিমান ও ড্রোন থেকে একের পর এক দামেস্ক, হোমস, তারতুস, লাতাকিয়া এবং পালমিরা শহরে সিরিয়ার বিমান ঘাঁটি, অস্ত্র গুদাম ও অস্ত্র তৈরির কারখানাগুলোতে হামলা চালানো হয়।

ইসরাইলি বাহিনী জানিয়েছে বিমান হামলার ফলে সিরিয়ার দীর্ঘ পাল্লার বহু ক্ষেপণাস্ত্র, স্কাড ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার, রাডার, ট্যাংক, বিমানের হ্যাঙ্গার এবং আরো অনেক কিছু ধ্বংস হয়েছে।

এদিকে, সোমবার রাতে ইসরাইলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ সিরিয়ার ১৫টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।