কয়েক ডজন পরমাণু অস্ত্রের মজুদ গড়ে তুলেছে লুকাশেঙ্কো সরকার
https://parstoday.ir/bn/news/event-i144758-কয়েক_ডজন_পরমাণু_অস্ত্রের_মজুদ_গড়ে_তুলেছে_লুকাশেঙ্কো_সরকার
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিনস্কের অস্ত্র ভাণ্ডারে মিত্র রাশিয়ার দেয়া কয়েক ডজন পরমাণু ওয়ারহেড মজুদ রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১১, ২০২৪ ১৫:৪৬ Asia/Dhaka
  • আলেকজান্ডার লুকাশেঙ্কো
    আলেকজান্ডার লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শত্রুদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মিনস্কের অস্ত্র ভাণ্ডারে মিত্র রাশিয়ার দেয়া কয়েক ডজন পরমাণু ওয়ারহেড মজুদ রয়েছে।

গতকাল (মঙ্গলবার) লুকাশেঙ্কো এই তথ্য প্রকাশ করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেলারুশ যদি হামলার শিকার হয় তাহলে তার দেশের সামরিক বাহিনী এসব পরমাণু অস্ত্র ব্যবহার করবে। তবে তিনি এও বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে একটি বিশাল দায়িত্বশীলতা রয়েছে।

একই সাথে তিনি জানিয়েছেন, রাশিয়াপন্থী এই দেশটি মস্কোর কাছ থেকে পাওয়া সর্বাধুনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য ক্ষেত্র প্রস্তুত করছে। তিনি জানান, এরইমধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য প্রায় ৩০টি জায়গা প্রস্তুত করা হয়েছে।

আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এমন জায়গায় মোতায়েন করা হচ্ছে যা সম্ভাব্য লক্ষ্যবস্তুর অনেক কাছাকাছি। তিনি শত্রুদেরকে সতর্ক করে বলেন, কেউ যদি বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন চালাতে চায় তাহলে সামরিক বাহিনী খুব দ্রুততার সাথে তার জবাব দেবে।

একই সাথে তিনি বলেন, “আমাদের হাতে যদি ওরেশনিকের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকে তাহলে যেকোন দেশ আমাদের বিরুদ্ধে হামলা চালানোর ব্যাপারে ভাববে। এরপরেও যদি কেউ হামলা চালায় তাহলে তার জবাব হবে খুবই ভয়াবহ। ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মতো ব্যবস্থা এখন পর্যন্ত কারো হাতে নেই বলে দাবি করেন তিনি।#

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।