আমেরিকার অভিযোগ
‘ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের কাছে অস্ত্র পাঠানোর চেষ্টা করছে রাশিয়া’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের কাছে রাশিয়া অস্ত্র পাঠানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে আমেরিকা। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গতকাল (বুধবার) বলেছেন, ইসরাইল ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য রাশিয়া ইয়েমেনি যোদ্ধাদের অস্ত্র দিতে চাইছে। চলতি মাসে আমেরিকা নিরাপত্তা পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছে।
লিন্ডা থমাস বলেন, “আমরা বিরক্তিকর প্রমাণ দেখছি যে, মস্কো সক্রিয়ভাবে হুথিদের সাথে যোগাযোগ করছে এবং অস্ত্র পাঠানোর ব্যাপারে আলোচনা করছে।” এছাড়া ইউক্রেন যুদ্ধে ইয়েমেনের শত শত নাগরিককে রাশিয়া সামরিক বাহিনীতে রিক্রুট করেছে বলেও অভিযোগ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করার চেয়ে হুথিদের কাছে রাশিয়া নিজস্ব রাজনৈতিক স্বার্থ রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে আমেরিকা বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ দিচ্ছে- সে কথা উল্লেখ না করে মার্কিন রাষ্ট্রদূত ইরানকেও ইয়েমেনি যোদ্ধাদের কাছে পাঠানোর করার জন্য অভিযুক্ত করেন।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১২