এনবিসি টেলিভিশনের প্রতিবেদন
ক্ষমতা নেয়ার 'প্রথম দিন' ইউক্রেনে যুদ্ধবিরতি চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর দেখতে চান। এ লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের টিম কঠোর পরিশ্রম করছে। গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি।
ডোনাল্ড ট্রাম্পের টিমের সাথে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই ট্রাম্প যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য খুবই আগ্রহী। তিনি বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন।
এনবিসি টেলিভিশনের প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিম এরইমধ্যে বিদায়ী জো বাইডেন প্রশাসন এবং কিয়েভের নেতাদের সাথে কথা বলেছেন। এজন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত জে.ডি ভেন্স এবং ইউক্রেন বিষয়ক বিশেষ প্রতিনিধি কিথ কেলোগ গত সপ্তাহে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছেন।
এদিকে, বিদায়ী বাইডেন প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান তার উত্তরসূরী মাইক ওয়াল্টসের সঙ্গে প্রয়োজনীয় তথ্য বিনিময় করছেন। তবে তারা যুদ্ধবিরতি বা সংঘাত অবসানের কৌশল সম্পর্কে কোনো আলোচনা করেননি বলে জানা গেছে।
এই আলোচনার অর্থ হচ্ছে- ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যাতে বাইডেন প্রশাসনের কোনো কর্মকাণ্ডে বিস্মিত না হন সেজন্য প্রয়োজনীয় তথ্য শেয়ার করা।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ১৪