‘হিজবুল্লাহ না থাকলে বৈরুত দখল করত তেল আবিব’
প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরাইলি চেষ্টা ব্যর্থ হয়েছে: হিজবুল্লাহ নেতা
-
শেখ নাঈম কাসেম
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চলিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু তেল আবিব তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে।
তিনি শনিবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন। শেখ কাসেম বলেন, ইহুদিবাদী শত্রু তার সম্প্রসারণকামী নীতির বিরোধী যেকোনো প্রতিরোধকে নির্মূল করার জন্য বহু চেষ্টা করেছে। এ লক্ষ্যে তেল আবিব যত পাশবিকতা ও বর্বতার চালিয়েছে তার কোনোটিই সফল হয়নি, কারণ, এগুলোকে পাশবিকতা হিসেবেই দেখা হয়েছে; সাফল্য হিসেবে নয়।
ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহর সাফল্য তুলে ধরে শেখ নাঈম কাসেম বলেন, প্রতিরোধ যোদ্ধাদের প্রতিশোধমূলক হামলায় অন্তত ৬০ হাজার ইহুদিবাদী এক বছরের বেশি সময় ধরে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় পালিয়ে ছিল। এছাড়া, হিজবুল্লাহ যখনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনই ইহুদিবাদীরা হাজারে হাজারে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, পক্ষান্তরে ইসরাইলি বাহিনী আমাদের একমাত্র যে ক্ষতিটি করতে পেরেছে তাহলো আমাদের নেতাদের গুপ্তহত্যা।
সাম্প্রতিক যুদ্ধে হিজবুল্লাহ বিজয়ী হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তেল আবিব উপায়ন্তর না দেখে আমাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়েছে। হিজবুল্লাহ মহাসচিব বলেন, প্রতিরোধ যোদ্ধারা না থাকলে ইসরাইলি সেনারা সাম্প্রতিক আগ্রাসনে বৈরুত দখল কর নিত।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।