ব্যাপক ভোটে পরাজয়
প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করল দক্ষিণ কোরিয়ার সংসদ
নানা নাটকীয়তার পর অবশেষে জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশে সামরিক শাসন জারির জন্য গতকাল (শনিবার) দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হন তিনি।
অভিশংসনের পক্ষে সমর্থন দেন পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য। যার মধ্যে ক্ষমতাসীন দলের এমপিরাও ছিলেন। প্রস্তাবের পক্ষে রায় দেন ২০৮ জন এমপি। আর বিপক্ষে ছিলেন ৮৪ জন।
এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয় দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে। তবে ইউনের ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর ফলে দেশটিতে দেখা দেয় রাজনৈতিক সংকট ও অস্থিরতা। ইউনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া।
অভিশংসনের পক্ষে রায় আসায় স্বয়ংক্রিয়ভাবে ইউনকে ক্ষমতা ছাড়তে হবে এবং ১৮০ দিনের মধ্যে অভিশংসিত প্রেসিডেন্টকে পদচ্যুতির বিষয়ে সাংবিধানিক আদালতকে রুল জারি করতে হবে। ইউন সুক ইওল পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দেশটিতে পরবর্তী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/এসআইব/জিএআর/ ১৫