সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/event-i144912-সিরিয়ার_কয়েকটি_শহরের_পানি_ও_বিদ্যুৎ_লাইন_কেটে_দিয়েছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাংক দিয়ে গোলাবার্ষণ করেছে। এতে এসব শহরের বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৬, ২০২৪ ১৪:০০ Asia/Dhaka
  • সিরিয়ার কয়েকটি শহরের পানি ও বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের বর্বর সেনারা সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি শহরে ট্যাংক দিয়ে গোলাবার্ষণ করেছে। এতে এসব শহরের বহু রাস্তাঘাট ধ্বংস হয়েছে এবং পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

গতকাল (রোববার) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর বাহিনী কুনেইত্রা প্রদেশের বিভিন্ন এলাকা খালি করার জন্য যে আহ্বান জানিয়েছেন সেখানকার বহু মানুষ তা প্রত্যাখ্যান করেছে। এজন্য ইসরাইলি বাহিনী পানি ও বিদ্যুৎ সরবরাহ লাইন ধ্বংস করেছে। এটি মূলত ইহুদিবাদী বাহিনীর ইচ্ছাকৃত পদক্ষেপ যাতে লোকজন ওই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

কুনেইত্রা প্রদেশের হামিদিয়া শহরের বিভিন্ন রাস্তার দুই পাশের গাছ এবং বিদ্যুতের খুঁটি কেটে ফেলেছে ইহুদিবাদি সেনারা। এছাড়া, গতকাল দিনের প্রথম ভাগে রাজধানী দামেস্কের উপকণ্ঠে কয়েকটি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ইহুদিবাদী বাহিনী দামেস্কের কালামুন এলাকার কয়েকটি ক্ষেপণাস্ত্র ডিপো এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের গুদাম ধ্বংস করেছে। এর আগের দিন ইহুদিবাদী সেনারা হামিদিয়া শহরে সিরিয়ার সামরিক বাহিনীর একটি খালি কমান্ড সেন্টারে বিমান বাহিনীর সহায়তায় হামলা চালিয়েছে এবং সেখানে নিষিদ্ধ অস্ত্রের অনুসন্ধান চালানো হয়।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পাঁচ ঘন্টার কম সময়ে ইহুদিবাদী সেনারা সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৬১টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৬