আম্বেদকরকে নিয়ে শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ মমতার
(last modified Wed, 18 Dec 2024 12:47:14 GMT )
ডিসেম্বর ১৮, ২০২৪ ১৮:৪৭ Asia/Dhaka
  •  আম্বেদকরকে নিয়ে শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ মমতার

ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের অন্যতম নেতা বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অমিত শাহের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ বিষয়ে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির মুখোশ খুলে গেছে। ২৪০ আসন পেয়েই যেভাবে আম্বেদকরকে অসম্মান করছে, যদি ৪০০ আসন পেত তাহলে হয়তো বাবাসাহেবের সব অবদান ভুলে নতুন ইতিহাস লিখত।

গতকাল (মঙ্গলবার) এক দেশ এক ভোট নিয়ে সংসদে বক্তব্য দেওয়ার সময় অমিত শাহ ৬ বার আম্বেদকর নাম  নেওয়ার পর বলেছেন, এতবার যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে সাতজন্ম সার্থক হয়ে যেত।' শাহের ঐ মন্তব্যে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভে করেছে বিরোধীরা। তৃণমূল সাংসদরা শাহের বিরুদ্ধে স্লোগান তুলে ওয়াকআউট করেন। কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীদের দাবি, শাহের বক্তব্যে আম্বেদকরের চূড়ান্ত অবমাননা করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে অধিকার ভঙ্গের নোটিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েন।#

পার্সটুডে/জিএআর/১৮