‘সিরিয়ার ভুখণ্ড দখলের জন্য শক্ত ভাষায় ইসরাইলের নিন্দা করছে মস্কো’
(last modified Fri, 20 Dec 2024 12:48:20 GMT )
ডিসেম্বর ২০, ২০২৪ ১৮:৪৮ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার চলমান সংকটে সবচেয়ে বড় সুবিধা নিয়েছে ইহুদিবাদী ইসরাইল, তারাই সেখানে বড় বিজয়ী।

গতকাল (বৃহস্পতিবার) বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরাইলের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও রাশিয়া শক্ত ভাষায় ও নিঃশর্তভাবে সিরিয়ার ভূখণ্ড দখলের নিন্দা করছে। 

গত ৮ ডিসেম্বর সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযানের মুখে বাশার আল-আসাদ সরকারের পতন হয় এবং প্রেসিডেন্ট আসাদ রক্তপাত এড়িয়ে মস্কোয় চলে যান। এরপর সিরিয়ার গোলান মালভূমি এবং আরো কয়েকটি অঞ্চলে আগ্রাসন চালায় ইসরাইল এবং এসব অঞ্চলে দখলদারিত্ব কায়েম করে।

পুতিন বলেন, "ইসরাইল যা করছে তার প্রতি যেকোন মনোভাব থাকতে পারে, তবে রাশিয়া সিরিয়ার যেকোন অঞ্চল দখলের নিন্দা করে। এটা সুস্পষ্ট, এখানে আমাদের অবস্থান দৃঢ়।” 

সংবাদ সম্মেলনের প্রেসিডেন্ট পুতিন আশা করেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করে নেবে। কিন্তু ইসরাইল এ পর্যন্ত সিরিয়ার সীমান্ত অতিক্রম করে সেনা পাঠানোর মধ্যদিয়ে এই উদ্বেগ বাড়িয়ে তুলেছে যে, তারা শুধুমাত্র এসব এলাকা থেকে চলে যেতে অনিচ্ছুকই নয়, বরং তারা গোলান মালভূমি দখলের পরিকল্পনা করছে।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২০