লোহিত সাগর এলাকায় মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা, ফ্রেন্ডলি ফায়ারের দাবি
https://parstoday.ir/bn/news/event-i145100-লোহিত_সাগর_এলাকায়_মার্কিন_যুদ্ধবিমানে_ক্ষেপণাস্ত্র_হামলা_ফ্রেন্ডলি_ফায়ারের_দাবি
লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি এফ/এ এইটিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ-সহ বহু গণমাধ্যম এই খবর দিয়েছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৪ ১২:৩৯ Asia/Dhaka
  • লোহিত সাগর এলাকায় মার্কিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা, ফ্রেন্ডলি ফায়ারের দাবি

লোহিত সাগরের আকাশে আমেরিকার একটি এফ/এ এইটিন যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজ-সহ বহু গণমাধ্যম এই খবর দিয়েছে। 

খবরে দাবি করা হয়েছে, এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনী দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ার’ বলে মনে করছে। বিমানের দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হলেও একজন সামান্য আহত হয়েছেন। তাদের দুজনকেই সাগর থেকে উদ্ধার করা হয়।

এবিসি নিউজ বলছে, গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গ থেকে যুদ্ধবিমান লক্ষ্য করে ভুলক্রমে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় এবং তা বিমানে আঘাত করে। যুদ্ধবিমানটি ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন যুদ্ধবিমান থেকে ইয়েমেনের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বলে ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।