মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান আমরাই গুলি করে ভূপাতিত করেছি: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i145130-মার্কিন_এফ_১৮_যুদ্ধবিমান_আমরাই_গুলি_করে_ভূপাতিত_করেছি_ইয়েমেন
ইয়েমেনে হামলা করতে গিয়ে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে সানা বলেছে, তারা বরং গুলি করে ওই এফ-১৮ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৪ ০৯:৫৪ Asia/Dhaka
  • মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান আমরাই গুলি করে ভূপাতিত করেছি: ইয়েমেন

ইয়েমেনে হামলা করতে গিয়ে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে সানা বলেছে, তারা বরং গুলি করে ওই এফ-১৮ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেছেন, তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীতে আক্রমণ করে ইয়েমেনে আগ্রাসী হামলা চালানোর একটি যৌথ ইঙ্গো-মার্কিন প্রচেষ্টা নস্যাত করে দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, “ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানকে লোহিত সাগরে নিজের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেয়া হয়েছে।”

ওই রণতরী লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ১৭টি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জনান। জেনারেল সারি বলেন, এ অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন এফ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এর আগে রোববারই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী তাদের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। তবে তারা দাবি করে, ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা ভুল করে নিজেদের গুলিতে এটি বিধ্বস্ত হয়েছে।

মার্কিন বাহিনী এক বিবৃতিতে দাবি করে, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান নৌবহরের অন্যতম রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলে এফ-১৮ যুদ্ধবিমানটিকে গুলি করা হয়েছিল। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৩