ইসরাইলগামী জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
https://parstoday.ir/bn/news/event-i152564-ইসরাইলগামী_জাহাজ_লক্ষ্য_করে_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_হামলা_চালালো_ইয়েমেন
পার্সটুডে-ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র আজ (বুধবার) সকালে জানিয়েছে তারা এডেন উপসাগরে একটি জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০১, ২০২৫ ১৯:৪৭ Asia/Dhaka
  • ইসরাইলগামী জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন
    ইসরাইলগামী জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন

পার্সটুডে-ইয়েমেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র আজ (বুধবার) সকালে জানিয়েছে তারা এডেন উপসাগরে একটি জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ওই জাহাজটি দখলদার ইসরাইলের দিকে যাচ্ছিলো বলে জানানো হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বুধবার সকালে বলেছেন: ইসরাইলি নৌ অবরোধ ভাঙার জন্য মালিক কোম্পানির জেদের কারণে আমরা এডেন উপসাগরে MINERVAGRACHT জাহাজটিকে লক্ষ্যবস্তু করে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছি।

সারি এক বিবৃতিতে বলেছেন: “ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌ ইউনিট জাহাজটিকে (MINERVAGRACHT) লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে, কারণ এর মালিক কোম্পানি ইসরাইলি বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।”

তিনি আরও বলেন: “এডেন উপসাগরের ওই  লক্ষ্যবস্তুকে টার্গেট করে অভিযানটি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছিল। আক্রমণটি সরাসরি জাহাজটিতে আঘাত করার ফলে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এখন এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।”

ইয়েমেনি এই কর্মকর্তা জোর দিয়ে বলেন যে এই অভিযানটি নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রিয় মুজাহিদিনদের সমর্থনে, গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইহুদি শত্রু কর্তৃক সংঘটিত গণহত্যা ও দুর্ভিক্ষ চাপানোর অপরাধের প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। লোহিত ও আরব সাগরে ইসরাইলি শত্রুবাহিনীর বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখার সমর্থনেও এই অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: "ইয়েমেনের মহান, সংগ্রামী এবং ধৈর্যশীল জনগণ শতাব্দীকাল ধরে চলমান ইসরাইলি অপরাধের বিরুদ্ধে নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সমর্থন ও রক্ষা করে চলেছে এবং এই সমর্থন অব্যাহত রাখবে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে এই সামরিক অভিযান চলছে এবং চলবে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান থামবে না।"

সারি আরও বলেন: ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরাইলি শত্রুর বিরুদ্ধে নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার উপর জোর দেয় এবং পূর্বে ঘোষিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের পরিণতি সম্পর্কে সমস্ত কোম্পানি এবং জাহাজকে আবারও সতর্ক করে দিচ্ছে।#

পার্সটুডে/এনএম/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।