ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন লেগেছে ইসরায়েলগামী জাহাজে, ডুবে যাবার সম্ভাবনা
https://parstoday.ir/bn/news/event-i152538-ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_হামলায়_আগুন_লেগেছে_ইসরায়েলগামী_জাহাজে_ডুবে_যাবার_সম্ভাবনা
পার্স-টুডে: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র আজ বুধবার সকালে ঘোষণা করেছেন যে তারা এডেন উপসাগরে অধিকৃত অঞ্চলের দিকে অগ্রসর-হওয়া একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ০১, ২০২৫ ১০:০৪ Asia/Dhaka
  • ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
    ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

পার্স-টুডে: ইয়েমেনি সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র আজ বুধবার সকালে ঘোষণা করেছেন যে তারা এডেন উপসাগরে অধিকৃত অঞ্চলের দিকে অগ্রসর-হওয়া একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছেন।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ বুধবার সকালে বলেছেন: "ইসরায়েল-বিরোধী নৌ অবরোধ ভাঙার জন্য একটি কোম্পানির মালিককের  জেদের কারণে আমরা এডেন উপসাগরে MINERVAGRACHT জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনেছি। 

সারি এক বিবৃতিতে বলেছেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নৌবাহিনী জাহাজটিকে (MINERVAGRACHT) লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে কারণ এর মালিকানাধীন কোম্পানিটি অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে।"

তিনি আরও বলেছেন: "এডেন উপসাগরে এ অভিযানটি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে পরিচালিত হয়েছে। আক্রমণটি সরাসরি জাহাজে আঘাত করে, যার ফলে জাহাজে আগুন ধরে যায় এবং এখন এটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।"

তিনি আরও জানান, এই অভিযানটি ফিলিস্তিনের নির্যাতিত জনগণ এবং তাদের প্রিয় মুজাহিদদের সমর্থনে এবং গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শত্রু কর্তৃক সংঘটিত গণহত্যা ও অনাহারের অপরাধের প্রতিক্রিয়ায় এবং লোহিত ও আরব সাগরে ইসরায়েলি শত্রু-বিরোধী নৌ অবরোধ অব্যাহত রাখার সমর্থনে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে: "ইয়েমেনের মহান, সংগ্রামী এবং ধৈর্যশীল জনগণ শতাব্দী ধরে অপরাধযজ্ঞর শিকার ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে সহায়তা এবং প্রতিরক্ষা দিয়ে যাচ্ছেন এবং তা অব্যাহত রাখবেন।"

ইয়েমেনি সশস্ত্র বাহিনী নিশ্চিত করেছে যে তারা ইসরায়েল-বিরোধী সামরিক অভিযান অব্যাহত রেখেছে এবং আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজা উপত্যকার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটি থামবে না।

ইয়াহিয়া সারি আরও বলেছেন, "ইয়েমেনি সশস্ত্র বাহিনী লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী ও এডেন উপসাগরে ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখছে এবং পূর্ব-ঘোষিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের পরিণতি সম্পর্কে সমস্ত কোম্পানি ও জাহাজকে আবারও সতর্ক করছে।" #

পার্স টুডে/এমএএইচ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।