দামেস্কে এইচটিএস নেতা শারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/event-i145134-দামেস্কে_এইচটিএস_নেতা_শারার_সঙ্গে_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রীর_সাক্ষাৎ
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি দেশটির ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস নেতা আহমেদ আশ-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল (রোববার) রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিরিয়ার নয়া সরকারের প্রতি আঙ্কারার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৪ ১০:২৩ Asia/Dhaka
  • দামেস্কে এইচটিএস নেতা শারার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সিরিয়ার রাজধানী দামেস্কে সম্প্রতি দেশটির ক্ষমতা গ্রহণকারী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস নেতা আহমেদ আশ-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল (রোববার) রাজধানী দামেস্কে অনুষ্ঠিত এ সাক্ষাতে সিরিয়ার নয়া সরকারের প্রতি আঙ্কারার সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

চলতি মাসের গোড়ার দিকে বাশার আল-আসাদ সরকারের পতন ঘটিয়ে সিরিয়ার ক্ষমতা দখল করে এইচটিএস। এ ঘটনায় তুরস্কের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয় এবং বলা হয় আসাদ সরকারের ক্ষমতাচ্যুতির মূল পরিকল্পনা করে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। 

সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশে সিরিয়ায় কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে থাকতে দেবে না। সিরিয়ার সামনে ‘উজ্জ্বল ভবিষ্যত’ অপেক্ষা করছে দাবি করে ফিদান বলেন, তিনি ও শারা সিরিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি বিদেশে অবস্থানরত সিরিয়ার সব শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেছেন। 

সিরিয়ায় গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইহুদিবাদী ইসরাইল দেশটির অভ্যন্তরে যে ভয়াবহ আগ্রাসী হামলা চালিয়েছে সেকথা উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রন্ত্রী সিরিয়ার সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে তেল আবিবের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এইচটিএস নেতা বলেন, সিরিয়ার সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করা হবে এবং তাদের অস্ত্র রাষ্ট্রের তত্ত্বাবধানে নিয়ে আসার পাশাপাশি তাদেরকে নিরাপত্তা বাহিনীর অংশ করে নেয়া হবে। তিনি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিরিয়ার ভবিষ্যত নিয় আলোচনা করেছেন বলে জানান।#

পার্সটুডে/এমএমআইজিএআর/ ২৩