‘ইরানি দূতাবাস চালুর বিষয়টি সিরিয় শাসকদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে’
https://parstoday.ir/bn/news/event-i145260-ইরানি_দূতাবাস_চালুর_বিষয়টি_সিরিয়_শাসকদের_কর্মকাণ্ডের_ওপর_নির্ভর_করছে’
ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেছেন, সিরিয়ায় ইরানের দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি দামেস্কের ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৪:৫৭ Asia/Dhaka
  • ‘ইরানি দূতাবাস চালুর বিষয়টি সিরিয় শাসকদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে’

ইসলামী প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি বলেছেন, সিরিয়ায় ইরানের দূতাবাস পুনরায় চালু করার বিষয়টি দামেস্কের ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে। 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, সিরিয়ার বর্তমান শাসকদের কর্মকাণ্ড এবং তাদের আচরণ দেখে ইরান সরকার দূতাবাস চালু করার বিষয়টি বিবেচনা করবে। এর আগে সিরিয়ায় ইরানের দূতাবাস চালু করার সম্ভাবনা নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়ে। ইরনার পক্ষ থেকে এ বিষয়ে সরকারের অবস্থান কী জানতে চাইলে ফাতেমে মোহাজেরানি একথা বলেন।

তিনি বলেন, আপনারা সবাই জানেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতি খুব পরিষ্কার নয়। সেক্ষেত্রে সিরিয়ার বর্তমান শাসকদের কর্মকাণ্ড ও নীতি অনুসারে দূতাবাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এর আগের দিন এক সংবাদ ব্রিফিংয়ে সিরিয়ার বর্তমান সরকারের প্রতি ইরানের পক্ষ থেকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন মুখপাত্র মোহাজেরানি। তিনি বলেন সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটলে দেশটির সরকারের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। 

সে সময় তিনি সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ওপর বিশেষভাবে জোর দেন। একই সাথে সিরিয়া থেকে যাতে সন্ত্রাসবাদ ছড়িয়ে না পড়ে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি না হয়- সেটি প্রতিরোধ করাও জরুরি বলে উল্লেখ করেন ফাতেমে মোহাজেরানি।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন