ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/event-i145282-ইয়েমেনের_বেসামরিক_স্থাপনাগুলোতে_ইসরাইলি_হামলার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
ইয়েমেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি ডিপোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৪:৩৫ Asia/Dhaka
  • ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান

ইয়েমেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি ডিপোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে।

বৃহস্পতিবার ইহুদিবাদী যুদ্ধবিমানগুলো সৌদি আরবের আকাশসীমা পাড়ি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালায়। এতে এসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া ছাড়াও অন্তত তিনজন নিহত ও অপর ১৪ জন আহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেন, ব্রিটেন ও আমেরিকার প্রকাশ্য মদদ ও সহযোগিতায় চালানো এসব হামলায় সকল আন্তর্জাতিক আইন ও রীতিনীতি বিশেষ করে জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে।

বাকায়ি বলেন, ইসরাইল, আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে মূলত মুসলিম দেশগুলোকে ধ্বংস ও দুর্বল করে ফেলার অশুভ লক্ষ্য বাস্তবায়ন করছে।

তিনি ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব থাকার জন্য জাতিসংঘের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিষ্ঠালগ্নে জাতিসংঘ যে প্রতিশ্রুতি দিয়ে কাজ শুরু করেছিল এই নীরবতার ঘটনায় তা লঙ্ঘিত হয়েছে এবং জাতিসংঘ নিজের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। #

পার্সটুডে/এমএমআই/জিএআর/২৭