ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলা ‘উদ্বেগজনক’: গুতেরেস
(last modified Fri, 27 Dec 2024 08:54:43 GMT )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৪:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলা ‘উদ্বেগজনক’: গুতেরেস

ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।

গুতেরেসের উপ মুখপাত্র স্টেফানি ট্রাম্বলি এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের এ উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ইয়েমেন ও ইসরাইলের মধ্যে সংঘর্ষের তীব্রতা বেড়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন গুতেরেস।

ট্রাম্বলি বলেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দরগুলো এবং ইয়েমেনের বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন ব্যবস্থার ওপর ইসরাইলি বিমান হামলা ‘চরম উদ্বেগ’ তৈরি করেছে।

ইয়েমেনে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় অন্তত তিন জন নিহত ও ১৪ জন আহত হওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, সানা বিমানবন্দরে বৃহস্পতিবারের ইসরাইলি বিমান হামলায় জাতিসংঘের একজন কর্মী আহত হয়েছেন।  ট্রাম্বলি আরো বলেন, যুদ্ধের সময় সকল পক্ষকে বেসামরিক নাগরিক ও স্থাপনা এড়িয়ে চলতে হবে।

জাতিসংঘ মহাসচিব বলেন, যখন ইয়েমেনের লাখ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন তখন দেশটিতে এ ধরনের হামলায় পরিস্থিতির ভয়াবহতা ব্যাপকভাবে বেড়ে যাবে। এ কারণে তিনি সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/জিএআর/ ২৭