তেল আবিবে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ
(last modified Fri, 27 Dec 2024 12:40:34 GMT )
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৮:৪০ Asia/Dhaka
  • তেল আবিবে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা দিয়ে চালিয়েছে হুথি আনসারুল্লাহর নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক বাহিনী।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে গতকাল ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় আজ (শুক্রবার) ভোরে তেল আবিবের বেন গুনিয়ন বিমানবন্দরের স্ট্রাইক করে হুতিরা। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল অধিকৃত অঞ্চলের একটি বড় অংশে বিমান হামলার সাইরেন বেজেছে। এসময় শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এক বিবৃতিতে বলেছেন, তারা 'ফিলিস্তিন-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র' ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছেন। শত্রু বাহিনীর বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।  

বাঙ্কারে আশ্রয় নিয়েছে ইসরাইলিরা

ইসরাইলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে, হামলা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রগুলোতে যাওয়ার সময় তেল আবিবে ১৮ জন বসতি স্থাপনকারী আহত হয়েছে।

ইয়াহিয়া সারিয়ি আরও জানান, ইয়েমেনি সামরিক বাহিনী ইয়াফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্যামিকাযি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এছাড়া, আরব সাগরে ইসরাইলগামী জাহাজ সান্তা উরসুলাকে লক্ষ্য করে ড্রোন দিয়ে সরাসরি আঘাত হানা হয়েছে।

অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করলেও তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগর হুদায়দাতে ইসরাইলি যুদ্ধবিমান বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর আনসারুল্লাহ বাহিনী এই অভিযান চালাল। গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য স্থানে ইসরায়েলি বিমান হামলা চালায়।#

পার্সটুডে/এমএআর/২৭