ইডি কর্মকর্তার দুর্নীতি: বাড়িতে হানা দিয়ে কোটি টাকা পেল সিবিআই!
ভারতের হিমাচল প্রদেশের শিমলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সহকারী পরিচালকের বাড়ি থেকে এক কোটিরও বেশি ঘুষের টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
সিবিআইয়ের চণ্ডীগড়ের দফতরে সম্প্রতি দুর্নীতি প্রতিরোধ আইনে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত শুরু করেই অভিযুক্তের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই-এর দাবি, টাকার বৈধ কোনও নথি দেখাতে পারেননি ওই ইডি কর্মকর্তার পরিবার।
সংবাদমাধ্যমকে এক সিবিআই কর্মকর্তা জানিয়েছেন, ওই ইডি কর্তা এবং তাঁর ভাই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন বছর আগের একটি মামলায় অভিযুক্ত। তাঁদের দু’জনের বিরুদ্ধেই ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তদন্তের সূত্রেই শিমলায় ইডি কর্মকর্তার বাড়িতে গিয়েছিলেন গোয়েন্দারা। তিনি বাড়িতে ছিলেন না। তাঁর ভাইকে গ্রেফতার করা হয়েছে।
সিবিআই'র এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, অভিযুক্ত ইডি কর্তার হেফাজত থেকে মোট ১ কোটি ১০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। তার মধ্যে প্রথম দফার তল্লাশিতে পাওয়া গিয়েছিল ৫৪ লাখ টাকা; যা ঘুষ হিসেবে নিয়েছিলেন তিনি। ওই দিনই তাঁর ভাইকে হেফাজতে নেয় সিবিআই। একটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়। এরপর ছোটা শিমলার স্ট্রবেরি হিল্সের রানি ভিলায় ইডি কর্মকর্তার বাড়িতে হানা দিয়ে আরও ৫৬ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
শিমলায় ইডি দফতরেও গিয়েছিল সিবিআইয়ের একটি দল। ওই অফিসারের দফতর থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। চণ্ডীগড় এবং শিমলার সিবিআই কর্মকর্তাদের যৌথ দল এই অভিযান চালিয়েছে।#
পার্সটুডে/এমএআর/২৮