ফালেহ আল-ফাইয়াজের ঘোষণা
ইরাকি পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরানের প্রতি অনুগত থাকবে
ইরাকের সন্ত্রাসবিরোধী জনপ্রিয় জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ-এর প্রধান ফালেহ আল-ফাইয়াজ বলেছেন, তার জোটের যোদ্ধারা ভ্রাতৃপ্রতিম ইরানের প্রতি সবসময় বিশ্বাসী ও অনুগত থাকবে।
ইরাকের উত্তরাঞ্চলীয় সালাহউদ্দিন প্রদেশের ঝুলুইয়া শহর দায়েশমুক্ত করার বার্ষিকী উপলক্ষে দেয়া বক্তৃতায় একথা বলেন ফালেহ আল-ফাইয়াজ।
তিনি বলেন, পিএমইউ ইরানি ভাইদের প্রতি বিশেষ করে দায়েশ-বিরোধী লড়াইয়ে মূল ভূমিকা পালনকারী লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির প্রতি অনুগত থাকবেন। ২০২০ সালের জানুয়ারি মাসে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনীর ড্রোন হামলায় তিনি শহীদ হন।
পিএমইউ নেতা আল-ফাইয়াজ বলেন, তার বাহিনী যেকোন ধরনের হুমকি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে। তিনি পিএমইউ-এর সাবেক সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসেরও প্রশংসা করেন। মুহান্দিস নিজেও ওই হামলায় শহীদ হন। মার্কিন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের এই দুই শীর্ষ কমান্ডারকে শহীদ করা হয়।#
পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৮